চট্টগ্রামে পাহাড় কাটায় তিনজনকে জরিমানা

চট্টগ্রামের খুলশী থানাধীন ফয়’স লেক এলাকায় পাহাড় কাটার অভিযোগে তিনজনকে পৌনে আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 02:50 PM
Updated : 17 June 2021, 02:50 PM

বৃহস্পতিবার শুনানি শেষে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী এ জরিমানা করেন।

যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলেন- ওমর ফারুক, নুরুল আবছার ও জাফর আহমেদ।

পরিচালক নুরুল্লাহ নুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফয়’স লেক এলাকার পাহাড়তলী মৌজায় অবস্থিত পাহাড়ে বুধবার পরিবেশ অধিদপ্তর পরিদর্শন করে এক হাজার ৫৫০ বর্গফুট পাহাড় কাটার প্রমাণ পায়।

পাহাড় কাটার সাথে তিনজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বৃহস্পতিবার অধিদপ্তরের কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার নোটিস দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ওমর ফারুককে আড়াই লাখ টাকা, নুরুল আবছারকে তিন লাখ ও জাফর আহমেদকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ সাতদিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।