‘আনসার আল ইসলাম’ সন্দেহে চট্টগ্রামে হেফাজতের সাবেক নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে চট্টগ্রামে হেফাজতে ইসলামের সাবেক নেতা ও কওমী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 04:36 PM
Updated : 15 June 2021, 04:36 PM

মঙ্গলবার বিকালে নগরীর ফিরোজ শাহ এলাকা থেকে শামীমুর রহমান (৪০) নামের এই শিক্ষককে গ্রেপ্তারের কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার হাসান মো. শওকত আলী।

শামীম ফিরোজ শাহ এলাকার একটি কওমী মাদ্রাসার হাদিস শিক্ষক এবং ওই এলাকার জামে মসজিদের খতিব

এই শিক্ষক কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর কমিটিরও সাবেক নেতা।

পুলিশ কর্মকর্তা শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার গ্রেপ্তার সিরিয়া ফেরত আনসার আল ইসলামের সদস্য সাখাওয়াত হোসেন লালুর তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

“সাখাওয়াত রিমান্ডে শামীম সম্পর্কে তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে,“ যোগ করেন তিনি।

পুলিশের বিশেষ এই ইউনিটের কর্মকর্তারা জানান, শামীমের বাসায় আনসার আল ইসলামের সদস্যরা বিভিন্ন সময়ে বৈঠক করেছেন।

শুক্রবার নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার আহলে হাদিস জামে মসজিদ এলাকা থেকে নগরীর দামপাড়া এম এম আলী রোড এলাকার বাসিন্দা সাখাওয়াতকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন আদালতে তুলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট।

আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মঙ্গলবার তাকে আদালতে তুলে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে আনে পুলিশ।

নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানান, ২০১৭ সালে বাংলাদেশ থেকে তুরস্ক হয়ে সিরিয়া যান সাখাওয়াত ।

সেখানে প্রশিক্ষণ ও যুদ্ধ শেষে ইন্দোনেশিয়া গিয়ে ‘জিহাদী’ কার্যক্রম পরিচালনা করেছিলেন। ২২ মার্চ ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরে আসেন।