ফের রিমান্ডে সিরিয়াফেরত ‘জঙ্গি’ সাখাওয়াত

চট্টগ্রামে পুলিশের হাতে গ্রেপ্তার সিরিয়াফেরত ‘জঙ্গি’ সাখাওয়াত হোসেন লালুকে জিজ্ঞাসাবাদের জন্য আবার তিন দিনের হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 01:21 PM
Updated : 15 June 2021, 01:29 PM

প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার সাখাওয়াতকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়।

মহানগর হাকিম মেহনাজ রহমান শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাসিব খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সাখাওয়াতের কাছ থেকে আরও তথ্য জানার প্রয়োজন আছে।

শুক্রবার নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার আহলে হাদিস জামে মসজিদ এলাকা থেকে নগরীর দামপাড়া এম এম আলী রোড এলাকার বাসিন্দা সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়।

পরদিন আদালতে তুলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট। আদালত ওইদিন তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানান, ২০১৭ সালে বাংলাদেশ থেকে তুরস্ক হয়ে সিরিয়া যান সাখাওয়াত হোসেন। সেখানে প্রশিক্ষণ ও যুদ্ধ শেষে ইন্দোনেশিয়া গিয়ে ‘জিহাদী’ কার্যক্রম পরিচালনা করেছিলেন। ২২ মার্চ ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরে আসেন।