চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে ২১ ‘দালাল’ আটক

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় থেকে ২১ ‘দালালকে‘ আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 01:52 PM
Updated : 13 June 2021, 01:52 PM
রোববার দুপুরে হাটাহাজারী উপজেলার নতুনপাড়া এলাকায় অবস্থিত বিআরটিএ কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর কর্মকর্তা এএসপি মো. আনোয়ার হোসেন ভুইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিআরটিএ কার্যালয় এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে। বিভিন্ন পর্যায় থেকে অভিযোগের পর আমরা সেখানে অভিযান চালাই।”

অভিযানে ২১ জনকে আটকের তথ্য জানিয়ে তিনি বলেন, তাদের কাছ থেকে লাইসেন্স করানোর বিভিন্ন ফরম, পূরণ করা বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আনোয়ার বলেন, চক্রটি বাস, ট্রাক, মোটর সাইকেল, হিউম্যান হল্যারসহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিপিকেট দ্রুত করে দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিল।

“মাসের পর মাস অতিবাহিত হলেও গ্রাহকদের কাজ করে না দিয়ে তাদের ঘোরানোর অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকরা চক্রটির দৌরাত্ম্যের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসারদের কাছেও অভিযোগ করতে পারছিল না।”