কবরস্থানে সাইনবোর্ড বসানো নিয়ে সংঘর্ষ, আহত ১৩

কবরস্থানে নতুন সাইনবোর্ড দেওয়া নিয়ে চট্টগ্রামের বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 10:15 AM
Updated : 11 June 2021, 10:15 AM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় বড় মৌলভি কবরস্থানে সাইনবোর্ড দেওয়া নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মুরাদ (২৫), ফয়সাল (২৮), মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪),  শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও সামাদ(২২)।

এদের মধ্যে মাসুদ, কাইছার, মুরাদ ও ফয়সাল গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় মৌলভি কবরস্থানে সাইনবোর্ড দেওয়া নিয়ে মৌলভি বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর সমর্থকদের মধ্যে

“সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল ও গুলি ছুড়েছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহতদের বেলা ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের ২৫ ও ২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।