দুই গাড়ির মধ্যে চাপা পড়ে অটোচালকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই মাইক্রোবাসের মধ্যে চাপা পড়ে একটি অটোরিকশার চালক মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2021, 01:08 PM
Updated : 24 May 2021, 01:08 PM

সোমবার বিকালে উপজেলার এমপি ঘাটা এলাকায় ওই দুর্ঘটনায় নিহত চালকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৯ বছর।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীতাকুণ্ডের এমপি ঘাটায় দুই মাইক্রোবাস ও অটোরিকশার দুর্ঘটনায় আহত একজনকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ মর্গে রাখা আছে।”

ঘটনাস্থল থেকে ওই চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসেন মাহমুদুল ইসলাম নামের এক ব্যক্তি।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি পাশেই একটি মসজিদে নামাজ পড়ছিলাম। দুর্ঘটনার খবর শুনে সেখানে ছুটে যাই।

“ঘটনাস্থলে একটি মোড় আছে, সেখানে অন্য একটা গাড়ি ঘোরানো হচ্ছিল। এসময় দ্রুতগতিতে আসতে থাকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস ওই গাড়িটির পেছনে জোরে ব্রেক কষে। মাইক্রোবাসটির পেছনে ছিল অটোরিকশাটি। এর পিছনে ছিল আরেকটি মাইক্রোবাস।”

দুই মাইক্রোবাসের চাপায় পড়ে অটোরিকশাটির চালক গুরুতর আহত হন। ব্যাটারিচালিত অটোরিকশায় একজন কবুতরের খাঁচা নিয়ে যাচ্ছিলেন বলে জানান মাহমুদুল।

তিনি বলেন, অটোরিকশার যাত্রী সামান্য আহত হয়েছেন।