ধর্ষণ চেষ্টা: চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এক নারীকে ধর্ষণ চেষ্টা ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2021, 07:10 PM
Updated : 18 May 2021, 07:10 PM

মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলী থানার নাজির বাড়ি এলাকা থেকে মো. সুমন ওরফে রুবেল (২৮) নামে এই যুবককে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।

রুবেল নগরীতে বিভিন্ন যানবাহন থেকে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডবলমুরিং থানার আসকারাবাদ এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে একা কাজ করছিলেন ভুক্তভোগী ওই নারী। 

"এসময় রুবেল হাতে একটি রেঞ্জ নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে কর্মরত ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে।"

ওই নারী চিৎকার করলে রুবেল টেবিলের ওপর থাকা তার মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ওসি মহসিন জানান, ভুক্তভোগী নারী ডবলমুরিং থানায় অভিযোগ করলে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা থেকে ছবি নিয়ে রুবেলের খোঁজে নামে পুলিশ।

রুবেল ভাসমান হওয়ায় তাকে ধরতে কিছুটা বেগ পেতে হয় উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার এক দোকানী ছবি দেখে হালিশহর থানার পানির কল এলাকায় তার অবস্থান শনাক্ত করে দেন।

সেখানে গেলে রুবেল পুলিশ দেখে পালিয়ে যায়। তখন তাকে অনেক দূর পর্যন্ত ধাওয়া করে পাহাড়তলীর নজির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।