অধ্যাপক অনুপম সেনের স্ত্রীর মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক অনুপম সেনের স্ত্রী উমা সেনগুপ্তা মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 02:36 PM
Updated : 12 May 2021, 02:36 PM

মঙ্গলবার রাত একটার দিকে নগরীর ভিআইপি টাওয়ারের বাসভবনে তিনি মারা যান বলে তার জামাতা সনজিত কুমার গুহ জানান।

উমা সেনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি তার স্বামী ও এক মেয়ে রেখে গেছেন।

সনজিত গুহ বলেন, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে অসুস্থ উমা সেন গত ১২ বছর ধরে বাসায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে তার অসুস্থতা বেড়ে যায় এবং গভীর রাতে মারা যান।

বুধবার দুপুরে পটিয়ার ধলঘাটে নিজবাড়িতে উমা সেনের শেষকৃত্য হয় বলে জানান তিনি।

প্রয়াত উমা সেনের বাবা সুবোধ কুমার বল ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোদ্ধা। তার বড়ভাই লোকনাথ বল চট্টগ্রামের জালালাবাদ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।

উমা সেনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে। তিনি ১৯৪৮ সালের ১০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। উমা সেন ছিলেন নৃত্যশিল্পী।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেনের স্ত্রী উমা সেনগুপ্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।