নাশকতায় জড়িতদের নাম বলেছেন হারুন ইজহার: পুলিশ

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সহিংসতায় জড়িতদের নাম প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 02:09 PM
Updated : 12 May 2021, 02:13 PM

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালতে কওমি মাদ্রাসাভিত্তিক দলটির এই নেতা হাটহাজারীতে নাশকতার মামলায় জবানবন্দি দেন।

দু’দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিক্ষোভকেন্দ্রীক তাণ্ডবের ঘটনায় তার জড়িত থাকার দায়ও স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাটহাজারীর নাশকতার ঘটনায় নিজের দোষ স্বীকার পূর্বক আদালতে জবানবন্দি দিয়েছেন হারুন ইজহার।”

জবানবন্দিতে নাশকতায় জড়িত বেশ কিছু নামও প্রকাশ করেছেন।”

তবে এসব নাম জানতে চাইলে তা ‘তদন্তের স্বার্থে’ প্রকাশে অস্বীকৃতি জানান ওই পুলিশ কর্মকর্তা।

এরআগে মঙ্গলবার হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাশকতার ‘নির্দেশদাতাদের’ নাম বলেছে বলে দাবি করে পুলিশ।

হারুন ইজহারকে মঙ্গলবার হাটহাজারী থানার নাশকতার মামলায় দু’দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এরআগে ৩ মে হাটহাজারীর অন্য দুটি নাশকতা মামলাসহ মোট তিনটি মামলায় হারুন ইজহারকে মোট নয় দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

২৮ এপ্রিল গভীর রাতে নগরীর লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হারুনকে গ্রেপ্তার করে র‌্যাব।

এই মাদ্রসার সহকারী পরিচালক তিনি। তার বাবাও এই মাদ্রাসার পরিচালক।

তার বাবা ইজহারুল ইসলাম চৌধুরী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতের এক সময়ের নায়েবে আমির।

গ্রেপ্তারের পর র‌্যাব কর্মকর্তারা জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে হাটহাজারীতে এবং সারাদেশের বিভিন্ন স্থানের নাশকতায় ‘প্রত্যক্ষভাবে মদদ’ দেন হেফাজতের এই নেতা।

২৯ এপ্রিল তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

তার বিরুদ্ধে নানা অভিযোগে আগে ১৮টি মামলা ছিল। সবমিলিয়ে এখন মামলা ২২টি।

আরও পড়ুন