চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঁচ বাঘশাবকের জন্ম, টিকে আছে তিনটি

চট্টগ্রাম চিড়িয়াখানায় দুইদিনে পাঁচটি বাঘ শাবকের জন্ম হয়েছে, যার মধ্যে দুটি মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2021, 01:25 PM
Updated : 10 May 2021, 01:26 PM

বৃহস্পতি ও শুক্রবার শাবকগুলোর জন্ম হলেও খবর পাওয়া যায় সোমবার।

বৃহস্পতিবার বাঘিনী ‘পরী’ তিনটি এবং শুক্রবার আরেক বাঘিনী ‘জয়া’ দুটি শাবকের জন্ম দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসব শাহাদাত হোসেন শুভ।

“পরীর তিনটি শাবক ভালো আছে। তারা মায়ের সাথেই আছে। পরী তাদের দুধ দিচ্ছে।”

কিন্তু ‘জয়ার’ দুটি শাবকই মারা গেছে জানিয়ে তিনি বলেন, “জন্মের পর দুধ না দেওয়ায় দুটো শাবকই মারা গেছে পরদিন। আমরা কাছেও যেতে পারিনি যে বাচ্চাগুলোকে আলাদা করব।”

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী ‘পরী’ ও তার সদ্যজাত তিন শাবক।

মারা যাওয়া এই দুই শাবকের একটি সাদা বাঘ ছিল বলে জানান শুভ।

নতুন তিনটি শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন বাঘের সংখ্যা বেড়ে হলো নয়টি।

২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী ‘রাজ’ এবং নয় মাস বয়সী ‘পরীকে’ দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

এর প্রায় ২০ মাস পর ২০১৮ সালের ১৯ জুলাই বেঙ্গল টাইগার দম্পতি রাজ-পরীর প্রথম তিনটি ছানার জন্ম হয়। যার মধ্যে দু্টি ছিল ‘হোয়াইট টাইগার’।

পরদিন একটি সাদা শাবক মারা যায়। অন্যটি সাদা বাঘিনী ‘শুভ্রা’। কমলা-কালো বাঘিনীটির নাম দেওয়া হয় ‘জয়া’।

গত বছরের ১৪ নভেম্বর রাতে বাঘিনী ‘জয়া’ তিনটি শাবকের জন্ম দেয়। তবে দুধ খেতে না দেয়ায় ১৫ নভেম্বর একটি এবং ১৮ নভেম্বর আরেকটি শাবক মারা যায়।

জীবিত শাবকটিকে সরিয়ে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়। প্রায় ছয় মাস বয়সী সাড়ে ২১ কেজি ওজনের শাবকটির নাম দেয়া হয় ‘জো বাইডেন’। যেটিকে গতমাসে খাঁচায় ফেরানো হয়েছে।

এর আগে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর বাঘিনী পরী দুটি শাবকের জন্ম দেয়। এরমধ্যে পরদিনই একটির মৃত্যু হয়। বেঁচে থাকা শাবকটি শুরুর দিকে ইনকিউবেটরে এবং পরে তিন মাস পর্দায় ঢাকা খাচায় নিবিড় পরিচর্যায় রাখা হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী ‘পরী’ ও তার সদ্যজাত তিন শাবক।

সুস্থ হয়ে ওঠার পর খাঁচায় ছেড়ে দেওয়া ওই বাঘ ছানার নাম রাখা হয় ‘করোনা’।

চট্টগ্রাম চিড়িয়াখানায় সদ্য জন্ম নেওয়া তিন শাবক ছাড়া আগে থেকে থাকা ছয়টির মধ্যে দুটি বাঘ ও চারটি বাঘিনী।

এ নিয়ে বাঘিনী ‘পরী’ তিনবার ও ‘জয়া’ দুবার শাবকের জন্ম দিল। ‘শুভ্রা’ এখনও কোনো শাবকের জন্ম দেয়নি। আরেক বাঘিনী ‘করোনার’ বয়স এক বছর চার মাস।

আরও পড়ুন: