পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

পুলিশ পরিচয়ে এক বাসায় ঢুকে টাকা আদায়ের অভিযোগে চট্টগ্রামে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 11:57 AM
Updated : 9 May 2021, 11:57 AM

বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রিয়াদ করিম (৩১), ওসমান (২৮) ও রায়হান (২০)।

নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার) রাইসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতে খবর আসে কল্পলোক আবাসিক এলাকার এফ ব্লকের ৩ নম্বর রোডের এক বাসায় কয়েকজন গিয়ে পুলিশ পরিচয়ে ধরে নেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেছে।

“টাকা না পেয়ে তারা গৃহকর্তা মো. লিটনকে মারধর এবং জোর করে পাঁচ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করে।”

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন জনকে হাতেনাতে গ্রেপ্তার করে বলে জানান পুলিশ কর্মকর্তা রাইসুল।

বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, “সম্প্রতি লিটন নামের এক ব্যক্তি বাসাটি ভাড়া নিয়েছেন। তিন যুবক পুলিশ পরিচয়ে ওই বাসায় গিয়ে ধরে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা দাবি করায় লিটন এক আত্মীয়র মাধ্যমে পাঁচ হাজার টাকা রিয়াদের বিকাশে দেন।

“বাকি টাকার জন্য তারা লিটনকে মারধর করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় লিটন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তিন জনকে গ্রেপ্তার করে।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে লিটন মামলা করেছেন বলে জানান ওসি রুহুল আমিন।