সিআইডি কর্মকর্তা পরিচয়ে ‘চাঁদাবাজি’, চট্টগ্রামে তরুণ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে সিআইডি কর্মকর্তা পরিচয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 09:14 AM
Updated : 9 May 2021, 09:14 AM

গ্রেপ্তার জয় বড়ুয়া (২২) রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ার বাসিন্দা। তিনি থাকেন উত্তর পতেঙ্গা স্টিল মিল বাজারে।

পতেঙ্গা এলাকার আলী প্লাজা মার্কেট থেকে শনিবার রাতে ব্যবসায়ীরা তাকে ধরিয়ে দেয় বলে পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুক্রবার রাতে জয় উত্তর পতেঙ্গা আলী প্লাজায় একটি বাটা ‍জুতার শো-রুমে গিয়ে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেয়। এসময় সে নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ না করা এবং যথাযথ নিয়মে ক্রেতারা মাস্ক না পরার অভিযোগ তুলে ক্রেতাদের দোকান থেকে বের করে দেয়।

“দোকান মালিক মো. ইসমাইলকে বলেন, নিয়ম অমান্য করায় পাঁচ লাখ টাকা জরিমানা পরদিন শনিবার পরিশোধ করতে হবে। তবে বিষয়টি তিনি ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ সাথে আলোচনা করে সমাধান করে দেওয়ার জন্য একলাখ টাকা দাবি করেন।”

শনিবার রাত সাড়ে ৮টার দিকে জয় ওই শো-রুমে টাকা আনতে গেলে মালিক তাকে ১০ হাজার টাকায় মীমাংসার প্রস্তাব দিয়ে কৌশলে বিষয়টি মার্কেট কমিটিকে জানায়। মার্কেট কমিটির পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়।

এ ঘটনায় দোকান মালিক বাদি হয়ে পতেঙ্গা থানায় মামলা করেছে বলে জানান ওসি জোবায়ের।