চট্টগ্রামে ভারতফেরত ১৪ জন হাসপাতালে

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে ভারত থেকে ফেরা চট্টগ্রামের ১৪ বাসিন্দাকে, যাদের মধ্যে চার জন রোগী রয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 06:54 AM
Updated : 7 May 2021, 12:14 PM

রোগীদের কারোরই করোনাভাইরাস ধরা পড়েনি বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে তাদের হাসপাতালে নেওয়া হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া।

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার জন্য যাওয়া এই ১৪ জন বুধবার যশোরের বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে ঢোকার পর সেখানের একটি হাসপাতালে তাদের রাখা হয়েছিল।

হাসাপতালের পরিচালক ব্রিগেডিয়ার এস এম হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের চারজন রোগী, বাকিরা অ্যাটেনডেন্ট।

“অসুস্থদের করোনাভাইরাসের পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েনি। বাকি দশ জনকে হাসপাতালে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।”

ভারত ফেরতরা সকলেই করোনাভাইরাস সংক্রমণকালীন সময়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে।

সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারত ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।