চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে ৩ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2021, 12:54 PM
Updated : 6 May 2021, 12:54 PM

নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকা থেকে বুধবার ট্রাকভরতি চোরাই ডিজেল আটক করা হয়। পরে মো. শাহাবউদ্দিন (৩৩) ও মো. শাহীন (২৯) নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৭ সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটিতে প্রতি ড্রামে ২০০ লিটার করে ১৫ ড্রামে মোট তিন হাজার লিটার ডিজেল পাওয়া যায়।

গ্রেপ্তার দুজন চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অসাধু চালকদের যোগসাজসে অর্ধেক দামে ডিজেল সংগ্রহের কথা র‌্যাবকে জানিয়েছেন।

এএসপি আনোয়ার জানান, আনন্দবাজার এলাকায় যে স্থানে সিটি করপোরেশনের ময়লা আবর্জনা ফেলা হয়, তার অদূরে সাগর পাড়ে শাহীনের একটি দোকান আছে। সেখানে গিয়ে গাড়ির চালকরা গাড়ি থেকে ডিজেল বিক্রি করে দেয়।

অর্ধেক দামে ডিজেল কিনে বিভিন্ন পেট্রোল পাম্পে শাহীন তা বিক্রি করতেন বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়েছে।

এ ধরনের আরও কয়েকটি চক্রের সন্ধান তারা পেয়েছে বলে জানান এএসপি আনোয়ার।