হাটহাজারীতে হেফাজতের দুই নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2021, 03:08 PM
Updated : 4 May 2021, 03:08 PM

হাটহাজারী সদর উপজেলা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই জন হলেন- কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির হাটহাজারী পৌরসভা কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. আরিফ ও সহ-দাওয়াহ সম্পাদক তাজুল ইসলাম।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। সহিংসতার ঘটনার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতায় বিক্ষোভের সময় হাটহাজারী থানায় আক্রমণ করে ভাংচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।

পাশাপাশি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা সদর ভূমি অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহত হয়।

সংঘর্ষের চার দিন পর ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদি হয়ে চারটি ও ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ মোট ছয়টি মামলা করে।

এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়। 

এদিকে সংঘর্ষের ঘটনার প্রায় এক মাস পর গত ২২ এপ্রিল হেফাজত ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে আলাদা তিনটি মামলা করা হয়।