পাহাড়তলীতে খুন: সৎ ভাইসহ গ্রেপ্তার ৬

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের পাহাড়তলীতে একজনকে হত্যার ঘটনায় তার সৎ ভাইসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2021, 03:34 PM
Updated : 1 May 2021, 03:34 PM

পাহাড়তলী ও এর আশেপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শনিবার গ্রেপ্তারকৃতের মধ্যে দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্দিও দিয়েছে বলে জানান পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম।

গত বৃহস্পতিবার গভীর রাতে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট সংলগ্ন কাজী মসজিদ এলাকায় জায়গা-জমি নিয়ে সৎ ভাইদের সঙ্গে বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হন কাউছার আহম্মেদ (৪৫)।

এ ঘটনায় গ্রেপ্তার ছয়জন হলেন, সৎ ভাই সাজ্জাদ হোসেন (৪২), শওকত আলী (৪৫) ও আফনার উদ্দিন (৪৭) এবং নিহত কাউছারের খালাত ভাই রকিবুল আলম, ওই এলাকার বাসিন্দা মো. সাগর ও মো. জুবাইর (২০)।

ওসি হাসান ইমাম জানান, কাউছারের সাথে তার সৎ ভাইদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। পূর্ব আক্রোশবশত প্রকাশ্যে সাজ্জাদসহ অন্যান্য আসামিরা মিলে কাউছারকে হত্যা করে।

এ ঘটনায় সাজ্জাদ হোসেন ও রকিবুল আলম ঘটনার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে তিনি জানান।