চট্টগ্রামে মাস্ক ও স্যানিটাইজারের বুথ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নগরীর তিনটি স্থানে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ বুথ স্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2021, 03:14 PM
Updated : 1 May 2021, 03:14 PM

মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাংকের এটিএম বুথের আদলে স্থাপিত এসব বুথ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে পাওয়া যাবে।

শনিবার বিকালে নগরীর এনায়েত বাজার মোড়, নন্দনকানন ও আন্দরকিল্লা মোড়ে বুথ তিনটি চালু করা হয়।

প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে গঠিত এই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বুথে রয়েছে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ডাস্টবিন।

হ্যান্ড স্যানিটাইজারের বোতলের বাটনে চাপ দিয়ে হাত জীবাণুমুক্ত করা যাবে। এটিএম বুথ থেকে টাকা তোলার মত একটি জায়গা থেকে একটি করে মাস্ক সংগ্রহ করা যাবে।

আর ব্যবহৃত পুরাতন মাস্ক ডাস্টবিনে ফেলা যাবে।

পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আরো বুথ বসানোর উদ্যোগ নেয়া হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনায়েত বাজার মোড়ে বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, যুবলীগ নেতা রিটু দাশ বাবলু ও আইনুল ইসলাম আবেদ, সাবেক নগর ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুব উদ্দীন, নাসির উদ্দীন ফাহিম, তসলিম উদ্দীন, মোর্শেদ আলম ও রতন ঘোষ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাইমুন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, এমইউ সোহেল প্রমুখ।