বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুর থেকে মাথার খুলি-পা উদ্ধার

চট্টগ্রামে বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুর থেকে মাথার খুলি ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 01:17 PM
Updated : 27 April 2021, 01:17 PM

মঙ্গলবার বিকালে মাথার খুলি এবং সন্ধ্যায় পা দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার।

মৃত ব্যক্তি কোনো শিশু বলে ধারণা করা হচ্ছে।

বিকালে স্থানীয় লোকজন পুকুরে মাথার খুলি দেখে থানায় খবর দেয়।

ওসি প্রিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে। সন্ধ্যায় পুকুরের কচ্ছপ প্রজনন কেন্দ্রের লোকজন ডিম খুঁজতে গিয়ে দুই পায়ের সন্ধান পায়। পুকুরের বড়বড় কচ্ছপগুলো পা দুটো নিয়ে টানাটানি করছল। খবর পেয়ে পুলিশ আবার গিয়ে পা দুটি উদ্ধার করে।

ওসি বলেন, “পা দুইটির মধ্যে বাম পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাংস ছিল। আর ডান পায়ের শুধু পায়ের পাতাতে মাংস আছে। পুকুরটিতে অনেক বড় বড় কচ্ছপ ও মাছ আছে। সেগুলো দেহটির শরীরের মাংস খেয়ে ফেলেছে বলে মনে হচ্ছে।”

ওসি প্রিটন বলেন, ধারণা করা হচ্ছে চার ফুট উচ্চতার কোনো শিশুর দেহ হতে পারে এটি।

শিশুটি ছেলে না কি মেয়ে, লাশটি পুকুরে কীভাবে এল, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।