‘ভাইরাসে’ চট্টগ্রাম চিড়িয়াখানায় উট পাখির মৃত্যু

‘ভাইরাসে’ আক্রান্ত হয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি উট পাখি মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 02:23 PM
Updated : 22 April 2021, 02:23 PM

বৃহস্পতিবার পাখিটি মারা যায় জানিয়ে চিড়িয়াখানার চিকিৎসক ও ডেপুটি কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ বলেন, এটি ‘নিউক্যাসল ভাইরাসে’আক্রান্ত হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই বুধবার সকালে পাখিটিকে আলাদা করে কোয়ারেন্টিনে রাখা হয়। একদিন পরই সেটি মারা যায়।

২০১৯ সালের ২৯ এপ্রিল খুলনার একটি বেসরকারি খামার থেকে দুই জোড়া করে উট ও ইমু পাখি আনা হয়েছিল।

ওই চিকিৎসক বলেন, “নিউক্যাসল ভাইরাসটি পাখির জন্য উচ্চ সংক্রমণশীল ভাইরাস। এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে আক্রান্ত পাখির বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই শুন্যের কোটায়। এ ভাইরাসে বেশি সংক্রমিত হয় বিদেশি পাখি।”

তিনি জানান, দুই বছর আগেও একবার এই ভাইরাসের সংক্রমণ হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। ওই সময় মদনটাক, রাজ ধনেশসহ বেশকিছু পাখি মারা যায়।

বুধবার উটপাখিটির সংক্রমণ ধরা পরার পর সবগুলো পাখির খাঁচা জীবানুমুক্ত করার কাজ চলছে। নজরদারিতে রাখা হয়েছে ময়ূরসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পাখিগুলো।

লকডাউনে দর্শনার্থী না থাকায় জীবানুমুক্ত করার কাজটি সহজেই করা যাচ্ছে বলে জানান চিকিৎসক শুভ।