করোনাভাইরাস: চট্টগ্রামে পুলিশের ’অক্সিজেন ব্যাংক’

করোনাভাইরাস আক্রান্ত মানুষের সেবায় চট্টগ্রাম নগরীর ১৬ থানায় ’অক্সিজেন ব্যাংক’ চালু করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 02:16 PM
Updated : 21 April 2021, 02:16 PM

বুধবার থেকে নগরী বিভিন্ন থানায় থানায় অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখছে পুলিশ, যেগুলো করোনাভাইরাস আক্রান্ত মানুষের জরুরি সেবায় সরবরাহ করা হবে।

নগর পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরুরি সময়ে মানুষ যাতে অক্সিজেন সিলিন্ডার হাতের নাগালে পায় সেজন্য সিএমপি কমিশনারের নির্দেশে প্রতিটি থানায় তিনটি করে অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়েছে।

এডিসি রউফ বলেন, অক্সিজেন সিলিন্ডারের জরুরি প্রয়োজন হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বাসায় সিলিন্ডার নেওয়া যাবে। প্রয়োজন শেষে তা থানায় ফেরত দিতে হবে। গ্যাস শেষ হয়ে গেলে থানা থেকে সিলিন্ডার রিফিলও করে দেবে।