চট্টগ্রামের আড়তে সরকারি চাল, মালিক গ্রেপ্তার

চট্টগ্রামের একটি আড়ত থেকে আমদানি করা বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 09:30 AM
Updated : 21 April 2021, 11:25 AM

নগরীর পাহাড়তলী বাজারের মেসার্স মাহী ট্রেডিং নামের একটি আড়ত থেকে মঙ্গলবার গভীর রাতে এসব চাল উদ্ধার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) ইয়াসির আরাফাত।

চাল উদ্ধারের ঘটনায় আড়ৎদার আব্দুল বাহার মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

ইয়াছির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে আমাদের কাছে তথ্য আসে বন্দর থেকে খালাস হওয়া কিছু সরকারি চাল পাহাড়তলী চালের বাজারে আনা হবে। এমন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।  

“এসমসয় মাহী ট্রেডিংয়ের সামনে দাঁড়ানো একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬০ বস্তা চাল পাওয়া যায়। বস্তাগুলোতে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের নাম লেখা ছিল।”

সহকারী কমিশনার ইয়াছির আরাফাত বলেন, “চালগুলো চালানপত্র নোয়াখালীর চরবাটা এলএসডি গোডাউনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো সেখানে না নিয়ে পাহাড়তলী বাজারে নিয়ে আসা হয়।

“পরে আড়তে অভিযান চালিয়ে আরও এক হাজার ১৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের পরিমাণ ৭০ হাজার কেজি।”

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) এএএম হুমায়ুন কবির বলেন, “আড়তদার আব্দুল বাহার জানিয়েছেন সরকারি এসব চাল সরকারি গুদামে না নিয়ে তারা মজুদ করে। পরে খাদ্য মন্ত্রণালয়ের নাম লেখা বস্তা পাল্টে নিজেদের আড়তের নামে প্যাকেটজাত করে খোলা বাজারে বিক্রি করে।”

এ ঘটনায় আব্দুল বাহারকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।