ধর্মান্তরিত হওয়ার আহ্বান জানিয়ে সীতাকুণ্ডে হিন্দু পরিবারকে চিঠি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্মান্তরিত হওয়ার আহ্বান জানিয়ে এক হিন্দু পরিবার বেনামি চিঠি পেয়েছেন বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2021, 03:33 PM
Updated : 14 April 2021, 03:34 PM

ঘটনাটি শুনে পুলিশও তদন্তে নেমেছে, কারা, কী উদ্দেশ্যে এই চিঠি পাঠিয়েছে।

বুধবার সীতাকুণ্ডের ৪ নম্বর ওয়ার্ড প্রেমতলায় এক ব্যক্তির বাড়িতে ওই চিঠি পাঠানো হয় বলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (চিঠি পাওয়া ব্যক্তি) সকালে ফোনে আমাকে এ ধরনের চিঠি পাওয়ার কথা জানিয়ে আমার বাড়িতে আসেন। তাকে চিঠির বিষয়ে ঘাবড়ে না যাওয়ার পরামর্শ দিয়ে আমি সেটা ফেইসবুকে প্রকাশ করে দিয়েছি।”

চিঠি পাওয়া ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে কে বা কারা খাকি রঙের খামে ভরে চিঠিটি আমার ঘরের দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে দরজা খোলার সময় খামটি দেখতে পাই।”

সাদা কাগজে হাতে লেখা চিঠিতে ওই ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানানো হয়। নইলে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিঠির বিষয়টি জানতে পারে তারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন।

“চিঠিতে কোনো ঠিকানা উল্লেখ করা হয়নি। চিঠিটি কারা কোন উদ্দেশ্যে, পাঠিয়েছে তার খোঁজ নেওয়া হচ্ছে।”