করোনাভাইরাস: বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করছে পুলিশ
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2021 07:52 PM BdST Updated: 06 Apr 2021 07:52 PM BdST
-
কর্ণফুলী সিডিএ মার্কেটে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্ধারিত বৃত্তে দাঁড়িয়ে ক্রেতারা
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে নগরীতে বাজার ব্যবস্থাপনা শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার নগরীর কর্ণফুলী সিডিএ মার্কেটে ডবলমুরিং থানা পুলিশ বাজার ব্যবস্থাপনার কার্যক্রম চালু করেছে।
এর অংশ হিসেবে তিন ফুট দূরত্ব রেখে পুরো বাজারে বৃত্ত আঁকা হয়েছে। পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঁচা বাজার থেকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতবছর করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর নগরীর বিভিন্ন কাঁচা বাজার খোলা স্থানে সরিয়ে নেয়া হয়েছিল।
এরমধ্যে রেয়াজউদ্দিন বাজারের খুচরা মাছ সবজি বিক্রেতাদের রেল স্টেশন পার্কিং এলাকায় এবং চকবাজারের মাছ ও সবজি বিক্রেতাদের প্যারেড মাঠে বসার ব্যবস্থা করেছিল পুলিশ। তবে কিছু দিন পর তারা নিজেদের জায়গায় ফিরে যায়।
এবার অবশ্য এখনও এমন উদ্যোগের কথা শোনা যায়নি।
-
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ কর্মীর মামলায় চবি ছাত্র কারাগারে
-
চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসে বিপ্লবীদের স্মরণ
-
বাশঁখালীর বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় দুই মামলা
-
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষদের জেলা প্রশাসনের খাদ্য সহায়তা
-
এক বিদ্যুৎকেন্দ্র ঘিরে ঝরল ১০ প্রাণ
-
চট্টগ্রামে কোভিডে এক হাজতির মৃত্যু
-
কী ঘটেছে বাঁশখালীতে?
-
বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
সর্বাধিক পঠিত
- মামুনুল গ্রেপ্তার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- কী ঘটেছে বাঁশখালীতে?