‘বন্ধু’ মিডিয়া ফেলোশিপ পেলেন ১৬ সাংবাদিক
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2021 01:01 AM BdST Updated: 06 Apr 2021 01:01 AM BdST
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান ও অধিকার নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের জন্য বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) বিভাগীয় মিডিয়া ফেলোশিপ পেয়েছেন ১৬ জন সংবাদকর্মী।
সোমবার দুপুরে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ফেলোশিপ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
দেশের ছয়টি বিভাগ থেকে মোট ১৬ জনকে বিভাগীয় মিডিয়া ফেলোশিপ-২০২০ দেওয়া হয়।
ফেলোশিপ পেয়েছেন চট্টগ্রামে সিপ্লাসের নিউজ এডিটর স্বরূপ ভট্টাচার্য্য, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিঠুন চৌধুরী, দৈনিক গণমুক্তির আহসান হাবিবুল আলম, বৈশাখী টিভির নাঈমুল ইসলাম চৌধুরী ও দেশ রূপান্তরের নয়ন চক্রবর্তী, রাজশাহীর মো. রেমন আলী, খুলনার সাইফুল ইসলাম, রংপুরের ডেইলি অবজারভারের লাবনী ইয়াসমিন, জাগো নিউজের জিতু কবীর, ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক ও ডিবিসি নিউজের নাজমুল ইসলাম নিশাত, সিলেটের সুবর্ণা হামিদ, সাত্তার আজাদ ও নাসির উদ্দিন, ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক, আবু সালেহ মো. মুসা।
ইউএসএআইডির আর্থিক সহায়তায়-২০১৭ সাল থেকে বিভাগীয় পর্যায়ে মিডিয়া ফেলোশিপ দেওয়া হচ্ছে।
এবার প্রিন্ট ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে ছয়টি বিভাগ থেকে ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর স্বীকৃতি ও সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে যুক্ত করার লক্ষ্যে ২০১১ সাল কেন্দ্রীয়ভাবে মিডিয়া ফেলোশিপ দিচ্ছে ‘বন্ধু’।
ভার্চুয়াল অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম, সিনিয়র হিউম্যান রাইটস এডভাইজর টু দ্য ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ হুমা খান, ইউএসএআইডির প্রতিনিধি স্লাভিকা রেডোসেভিক, ‘বন্ধু’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ প্রমুখ।
সমাপনী বক্তব্য রাখেন বন্ধু সংস্থার পরিচালক (পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান রাইটস) উম্মে ফারহানা জারিফ কান্তা।
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ কর্মীর মামলায় চবি ছাত্র কারাগারে
-
চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসে বিপ্লবীদের স্মরণ
-
চট্টগ্রামের আড়তে সরকারি চাল, মালিক গ্রেপ্তার
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে