স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম নগরের সম্মেলন দেড় মাস পেছালো

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম নগর শাখার সম্মেলন দেড় মাস পেছানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2021, 02:33 PM
Updated : 2 April 2021, 02:33 PM

শুক্রবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

১১ এপ্রিল নির্ধারিত ওই সম্মেলন ২৯ মে অনুষ্ঠিত হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির মিডিয়া উপ-পরিষদের আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ মাত্রারিক্ত বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত অনুসারে সম্মেলন পেছানো হয়েছে।

“তবে সম্মেলন উপলক্ষে গঠিত ১৪টি উপ-কমিটির কার্যক্রম চলমান থাকবে।”

১১ এপ্রিল নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলন হওয়ার কথা ছিল।

২০০১ সালের জুলাই মাসে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম নগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২১ সদস্যের সেই কমিটি গত ২০ বছরেও পূর্ণাঙ্গ হয়নি।

দুই দশক পর এই সম্মেলন আয়োজন করা হলেও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে তা পিছিয়ে গেল।