চট্টগ্রামে নিজের ঘরে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তার ছেলে
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2021 05:41 PM BdST Updated: 02 Apr 2021 05:41 PM BdST
চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার বাসায় তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
নগরীর আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকার বাসায় শুক্রবার গুলিবিদ্ধ হন খুলশী থানার এসআই মহিম উদ্দিনের ছেলে মুশফিকুল হক মাহিন (১৮)।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
মাহিন সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছিলেন।
পরিবারের বরাতে নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী) আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে মাহিনকে তার বাবা ‘বকা’ দিয়েছিলেন। তাতে অভিমান করে সে বাবার সার্ভিসেস পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে।”
“ছেলেকে বকা দিয়ে নামাজ পড়তে মসজিদে যান এসআই মহিম উদ্দিন। পরে তার ছেলে গোসল করে নিজ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে বুকে গুলিবিদ্ধ মাহিনকে এবং তার পাশে বাবার সরকারি পিস্তলটি দেখতে পান।”
আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, “মাহিনের বাবা যখন নামাজ পড়তে যান তখন বাসায় ছিলেন তার মা ও দুই বোন। গুলির শব্দ শুনে তারা মাহিনের রুমের দরজা খোলার চেষ্টা করলে তা ভেতর থেকে বন্ধ পান।
“তারা দরজা ভেঙ্গে ঘুরে ঢুকে মাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মাহিনের লাশ উদ্ধার এবং বাসা থেকে পিস্তলটি জব্দ করে।”
ওসি জহির বলেন, এইচএস পাস করে মাহিন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
“কিন্তু শুক্রবার অনুষ্ঠিত সেই পরীক্ষায় অংশ না নেওয়ায় ছেলেকে বকাঝকা করেছিলেন এসআই মহিম।”
-
বাজারের আড়তে বিপুল পরিমাণ সরকারি চাল, মালিক গ্রেপ্তার
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ কর্মীর মামলায় চবি ছাত্র কারাগারে
-
চট্টগ্রামের আড়তে সরকারি চাল, মালিক গ্রেপ্তার
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ