মহামারী: চট্টগ্রামে বন্ধ পর্যটন কেন্দ্র, রেস্ট হাউসে থাকবে না অতিথিও
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2021 02:07 PM BdST Updated: 01 Apr 2021 02:17 PM BdST
-
গতবছর লকডাউনের সময় পতেঙ্গা সৈকত ছিল এমনই জনমানবহীন।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে চট্টগ্রামের সব পর্যটন কেন্দ্র এবং পর্যটন সংশ্লিষ্ট হোটেল, মোটেল ও রেস্ট হাউস বন্ধ ঘোষণা করা হয়েছে।
Related Stories
চট্টগ্রামে টুরিস্ট পুলিশের সুপার আপেল মাহমুদ জানিয়েছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেকসহ চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে কার্যকর এই নিষেধাজ্ঞা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে আগামী দুই সপ্তাহ পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট সব হোটেল, মোটেল ও রেস্ট হাউসগুলোও বন্ধ থাকবে।
নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র ফয়’স লেক সি ওয়ার্ল্ড পরিচালনাকারী কোম্পানি কনকর্ডের উপ-ব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ জানান, জেলা পরিষদের নির্দেশনা মেনে বৃহস্পতিবার থেকেই তারা দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখছেন। রেস্ট হাউসগুলোতেও পর্যটকের রাখা হচ্ছে না।
গত বছর মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ১৮ মার্চ থেকে সব বিনোদন কেন্দ্র বন্ধ ছিল। পাঁচ মাস পর ২২ অগাস্ট থেকে আবার কেন্দ্রগুলো খুলতে শুরু করে।
এবার দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম নিষিদ্ধ হল।
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ কর্মীর মামলায় চবি ছাত্র কারাগারে
-
চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসে বিপ্লবীদের স্মরণ
-
বাজারের আড়তে বিপুল পরিমাণ সরকারি চাল, মালিক গ্রেপ্তার
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ