ব্যাংকে ‘বোমার’ ভয় দেখিয়ে টাকা দাবি, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2021 07:20 PM BdST Updated: 31 Mar 2021 07:20 PM BdST
চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের শাখায় ঢুকে ‘বোমা মারার’ হুমকি দিয়ে টাকা দাবি করা এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার বিকালে নগরীর নেভি হাসপাতাল গেইট এলাকায় ট্রাস্ট ব্যাংক, নেভাল বেইজ শাখায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া তারেকুল ইসলাম (২৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের মুফিজুর রহমানের ছেলে।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা তিনটার দিকে ওই তরুণ ট্রাস্ট ব্যাংকে ঢুকে বসে থাকে। কিছুক্ষণ পর সে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বোমার ভয় দেখিয়ে ব্যাংকের কর্মকর্তাদের কাছে ২০ লাখ টাকা দাবি করে।
“অন্যথায় পকেটে রাখা বোমা ফাটিয়ে ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ব্যাংকের ওই শাখার কর্মকর্তারা ওই তরুণের সঙ্গে কথা বলার ফাঁকে পুলিশে খবর দেন।”
ওসি উৎপল বলেন, “পরে র্যাব, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে তাকে আয়ত্তে এনে গ্রেপ্তার করে। ওই তরুণ একবছর আগে সর্বস্ব হারিয়ে কুয়েত থেকে দেশে আসে এবং গত একবছর ধরে বেকার সে।”
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ব্যাংকটির ওই শাখা থেকে গ্রাহক-কর্মচারীদের বের করার পর তারেকুলকে আটক করে তল্লাশি করা হয়।
“তার প্যান্টের পকেটে একটি পারফিউমের কৌটা পাওয়া গেছে।”
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ কর্মীর মামলায় চবি ছাত্র কারাগারে
-
চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসে বিপ্লবীদের স্মরণ
-
বাশঁখালীর বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় দুই মামলা
-
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষদের জেলা প্রশাসনের খাদ্য সহায়তা
-
এক বিদ্যুৎকেন্দ্র ঘিরে ঝরল ১০ প্রাণ
-
চট্টগ্রামে কোভিডে এক হাজতির মৃত্যু
-
কী ঘটেছে বাঁশখালীতে?
-
বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
সর্বাধিক পঠিত
- মামুনুল গ্রেপ্তার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- কী ঘটেছে বাঁশখালীতে?