চাকরি প্রলোভনে টাকা আত্মসাৎ: খাগড়াছড়ি থেকে দুজন গ্রেপ্তার

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে খাগড়াছড়ি থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2021, 01:59 PM
Updated : 25 March 2021, 01:59 PM

এরা হলেন- হানিফ ওরফে ডিপজল (৫০) ও শামসুল আলম (৪২)।

বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘীনালা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডিপজল নিজেকে কখনও অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল, স্বনামধন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান, কখনও সচিব কিংবা নানা ধরনের পদধারী পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করেন।

“এবার নিজেকে অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ও এসআলম গ্রপের পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির কাছ ৮০ হাজার টাকার বেশি হাতিয়ে নেন।”

গত মঙ্গলবার চট্টগ্রামের কোতোয়ালী থানায় করা মামলার পর তাদের গ্রেপ্তারে খাগড়াছড়ির দিঘীনালায় অভিযান চালানো হয়।