চট্টগ্রামে বিজেএমসি ঘেরাও

পাটকল খুলে দেওয়া এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ ছয় দাবিতে চট্টগ্রামে বিজেএমসি কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 03:21 PM
Updated : 3 March 2021, 03:21 PM

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর আগ্রাবাদে অবস্থিত বিজেএমসি’র চট্টগ্রাম কার্যালয়ের বাইরে অবস্থান নেয় ‘পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য’ চট্টগ্রাম জেলা শাখা।

কর্মসূচিতে দুই শতাধিক পাটকল শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।

পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য’র সদস্য সচিব এবং চট্টগ্রামের বন্ধ হয়ে যাওয়া আমিন জুট মিলের শ্রমিক মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, পাটকলগুলো সরকার বন্ধ ঘোষণা করলেও এখনও শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হয়নি। কখন হতে পারে এ বিষয়ে কোনো তারিখ দেওয়া হয়নি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বেকার হয়ে পড়া পাটকল শ্রমিক তাদের পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে বলে জানান তিনি।

“সেজন্য আমরা সকল বকেয়া পাওনা পরিশোধসহ রাষ্ট্রীয় মালিকানাধীন বন্ধ সকল পাটকল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।”

বিজেএমসি চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক বরাবরে সংগঠনের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে পাটকল চালু করা, বদলি শ্রমিকদের পাওনা পরিশোধসহ ছয়দফা দাবি জানানো হয়।

কর্মসূচিতে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের আহ্বায়ক আমীর আব্বাস তাপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।