চট্টগ্রামে ৩ লাখ নিল কোভিড-১৯ টিকা

চট্টগ্রামে কোভিড-১৯ টিকা নিয়েছেন ৩ লাখের বেশি মানুষ, নিবন্ধন করিয়েছেন ৪ লাখের বেশি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 03:14 PM
Updated : 3 March 2021, 03:14 PM

বুধবার চট্টগ্রাম মহানগরী ও ১৪ উপজেলা মিলিয়ে টিকা দেওয়া হয় ১১ হাজার ৭৮৮ জনকে। এর মধ্যে নগরীতে ৭ হাজার ৮৩৪ জন এবং ১৪ উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব মিলিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ৮০৫ জন।

এর মধ্যে ১৪ উপজেলায় টিকা নিয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯৯ জন এবং চট্টগ্রাম মহানগরীতে ১ লাখ ৫৭ হাজার ৪০৬ জন।

এরা সবাই টিকার প্রথম ডোজ নিয়েছেন। আট সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশের মতো চট্টগ্রামেও গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

সেই দিন থেকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে বিভিন্ন কেন্দ্রে টিকা দেওয়া চলছে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, চট্টগ্রাম জেলায় টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৪ লাখ ১৬ হাজার ৮১৫ জন।