সিএমপিতে ৮ ডিসি বদলি
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2021 05:37 PM BdST Updated: 01 Mar 2021 05:37 PM BdST
-
(ফাইল ছবি)
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার পদে আটজনের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ রদবদলের আদেশ দেন বলে জানিয়েছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বরলেন, “নিয়মিত বদলির অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে।”
নগর বিশেষ শাখায় দায়িত্ব পালন করে আসা আব্দুল ওয়ারীশকে নগর পুলিশের পশ্চিম জোনে এবং গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার মনজুর মোরশেদকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছে।
পশ্চিম জোনের দায়িত্বে থাকা ফারুক উল হককে গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনে মনজুর মোরশেদের স্থলাভিষিক্ত করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশের বন্দর জোনের অতিরিক্ত দায়িত্ব।
পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম-বন্দর) উপ-কমিশনার শাকিলা সোলতানাকে ট্রাফিক বিভাগের বন্দর জোনে বদলি করে সেখানে দায়িত্বে থাকা তারেক আহমেদকে দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগের পশ্চিম জোনের দায়িত্ব।
ট্রাফিক পশ্চিম জোনের উপ-কমিশনার জয়নুল আবেদীনকে উপ-কমিশনার (ক্রাইম) এবং একই পদে থাকা এনএম নাসিরউদ্দিনকে ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনে বদলি করা হয়েছে।
ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-কমিশনারের দায়িত্বে থাকা মো. শহীদুল্লাহ সম্প্রতি পটুয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।
এছাড়া উপ-কমিশনার জসীম উদ্দিনকে পিওএম উত্তর বিভাগে বদলি করা হয়েছে। যেখানে তিনি পিওএম- বন্দর বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ কর্মীর মামলায় চবি ছাত্র কারাগারে
-
চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসে বিপ্লবীদের স্মরণ
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল