চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে খুন হয়েছে এক বৃদ্ধ।
Published : 24 Feb 2021, 05:49 PM
উপজেলার রাজানগর ইউনিয়নের ফুল বাগিচা এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৭২)। রাজানগর ফুল বাগিচা এলাকায় তার বাড়ি।
এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে একজনকে আসামি করে মামলা করেছে নিহত মোস্তাফিজুরের স্ত্রী।
নিহত মোস্তাফিজুর ও আসামি জাহাঙ্গীর দুজনই একই এলাকার বাসিন্দা বলে জানান রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর মোস্তাফিজুরের পেটে ছুরিকাঘাত করে। স্থানীয় লোক জন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, “মোস্তাফিজুর ভ্যানগাড়ি করে রাস্তায় ডাব বিক্রি করতেন। পাশাপাশি বর্গা চাষ করেন। মাস ছয়েক আগে তিনি জাহাঙ্গীরের কাছে গরুর দুধ বিক্রি করেছিলেন। কিন্তু টাকা না দিয়ে জাহাঙ্গীর দুধ ফেরত দেওয়ায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।”
তখন জাহাঙ্গীর মারধর করেছিল বলে মোস্তাফিজুর থানায় মামলা করেন।
তাতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর মঙ্গলবার রাতে মোস্তাফিজুরকে ছুরিকাঘাত করেন বলে পরিবারের অভিযোগ।
হত্যাকাণ্ডের পর থেকে জাহাঙ্গীর পলাতক বলে জানান পরিদর্শক মাহবুব।