সংঘাতে মৃত্যু: চট্টগ্রামে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর জামিনে মুক্ত

চট্টগ্রামে নির্বাচনী সংঘাতে প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের ওরফে মাছ কাদের জামিনে মুক্তি পেয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 03:22 PM
Updated : 23 Feb 2021, 03:22 PM

মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পেয়েছেন বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জেলার রফিকুল জানান, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আব্দুল কাদের। জামিন আদেশের কাগজ কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়।

আব্দুল কাদের ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের গতবারের কাউন্সিলর। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

গত ১২ জানুয়ারি রাতে নগরীর মোগলটুলি মগ পুকুর পাড় এলাকায় ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের অনুসারিদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) মারা যান ও অপর একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন। নিহত আজগর আলী বাবুল ছিলেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক।

ওই দিন রাতেই মোগলটুলি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে কাদেরসহ ২৫ জনকে আটক করে পুলিশ।

আজগর আলী বাবুলের ছেলের করা মামলায় আব্দুল কাদেরকে করা হয় প্রধান আসামি। এ মামলায় কাদেরকে দুই দফায় রিমান্ডে এনেছিল পুলিশ।