সংঘাতে মৃত্যু: চট্টগ্রামে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর জামিনে মুক্ত
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2021 09:22 PM BdST Updated: 23 Feb 2021 09:22 PM BdST
-
করোনাভাইরাস মহামারীর কারণে আটকে যাওয়ার নয় মাস পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণায় এখন চলছে জমজমাট প্রচার-প্রচারণা, এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটল।
চট্টগ্রামে নির্বাচনী সংঘাতে প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের ওরফে মাছ কাদের জামিনে মুক্তি পেয়েছেন।
Related Stories
মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পেয়েছেন বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জেলার রফিকুল জানান, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আব্দুল কাদের। জামিন আদেশের কাগজ কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়।
আব্দুল কাদের ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের গতবারের কাউন্সিলর। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
গত ১২ জানুয়ারি রাতে নগরীর মোগলটুলি মগ পুকুর পাড় এলাকায় ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের অনুসারিদের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) মারা যান ও অপর একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন। নিহত আজগর আলী বাবুল ছিলেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক।
ওই দিন রাতেই মোগলটুলি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে কাদেরসহ ২৫ জনকে আটক করে পুলিশ।
আজগর আলী বাবুলের ছেলের করা মামলায় আব্দুল কাদেরকে করা হয় প্রধান আসামি। এ মামলায় কাদেরকে দুই দফায় রিমান্ডে এনেছিল পুলিশ।
-
করোনাভাইরাসে চট্টগ্রামের আ.লীগ নেতা দেবাশীষের মৃত্যু
-
চট্টগ্রামে কিশোরের ‘আত্মহত্যা’
-
কারাগারে বৈদ্যুতিক শক, বিষ প্রয়োগের অভিযোগে মামলা
-
ফুটপাতে প্রতিবন্ধীর সন্তান প্রসব, হাসপাতালে নিল পুলিশ
-
বাস হেলপারের কাজের আড়ালে ইয়াবা বিক্রি
-
যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
-
এইচ টি ইমামের মৃত্যুতে চট্টগ্রামের আ. লীগ নেতাদের শোক
-
ভোটের সংঘাত: অস্ত্রের হদিস মেলেনি, অস্ত্রধারীরাও লাপাত্তা
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র