আরেক মামলায় আসলামের বিচার শুরুর আদেশ
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2021 08:52 PM BdST Updated: 22 Feb 2021 08:52 PM BdST
-
২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেপ্তারের পর আসলাম চৌধুরী (ফাইল ছবি)
গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে চট্টগ্রামের একটি আদালতে।
Related Stories
সোমবার চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম ওই মামলায় অভিযোগ গঠন করেন।
মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ মার্চ সময় নির্ধারণ করেছেন আদালত।
চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মনোরঞ্জন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাস দমন আইনে করা ওই মামলায় আসলাম চৌধুরীসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৬(২)/১২ ধারায় ওই মামলাটি করা হয় ২০১৪ সালে।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগে নগরীর সিনেমা প্যালেস এলাকায় গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ওই মামলাটি করা হয় নগরীর কোতোয়ালী থানায়।
২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলখেত এলাকা থেকে গ্রেপ্তার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহবায়ক আসলাম চৌধুরী।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এরপর রাষ্ট্রদ্রোহের দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় আসামি হন আসলাম।
১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিন জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আসলাম চৌধুরীকে আটকে রাখার ‘কৌশল নিয়েছে সরকার’। তাই তাকে একশ’রও বেশি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান বিএনপি নেতারা।
এর আগে দশম সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার এক মামলায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
-
সিসিসি মেয়রের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতের সাক্ষাৎ
-
আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর হলেন মাসুম
-
চট্টগ্রামে সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া দেখলেন মিলার
-
কারাগারে মুশতাকের মৃত্যু ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ
-
অতি উৎসাহীরা নষ্ট করছে ভোটের পরিবেশ: ইসি শাহাদাত
-
ভারতে খেতাব পেলেন চট্টগ্রামের ডা. বিদ্যুৎ বড়ুয়া
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে মুনতাসীর মামুন
-
চট্টগ্রামের উন্নয়নে সবার অংশগ্রহণ চায় সরকার: তাজুল
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন