শাহ আমানতে বিমান থেকে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 06:57 AM
Updated : 22 Feb 2021, 12:05 PM

সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয় বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুন্নাহার লিলি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তারা। 

“তল্লাশিতে 18F ও 26A নম্বর আসনের পাশে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্যানেলে তল্লাশি চালিয়ে ১৫০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য নয় কোটি ৯৬ লাখ টাকা।”

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি জানিয়ে সহকারী পরিচালক লিলি বলেন, “ফ্লাইটটি আবুধাবি থেকে চট্টগ্রামে হয়ে ঢাকায় যায়। ১১০ জন যাত্রী নিয়ে আবুধাবি থেকে আসার পর ৯৪ জন যাত্রী চট্টগ্রামে নেমে যান। বাকি ১৬ জন যাত্রী ঢাকায় যান। অভিযানের সময় ওই দুই আসনে কোনো যাত্রী ছিলেন না।”