কর্ণফুলীতে নৌকা ডুবে গার্মেন্ট কারখানার কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের কণর্ফুলী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে পোশাক কারখানার এক কর্মকর্তা মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন একজন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 05:15 AM
Updated : 16 Feb 2021, 05:16 AM

মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে নদীর ১২ নম্বর ঘাটের অদূরে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায় বলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ।

নৌকাডুবিতে মারা যাওয়া সৈকত বড়ুয়া (৩০) কর্ণফুলী উপজেলার শাহমীর পুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে। তিনি নগরীর ইপিজেড এলাকার একটি পোশাক কারখানার মান নিয়ন্ত্রক ছিলেন।

এ ঘটনায় আহত ইব্রাহীম খলিল (৪০) ও সালাউদ্দিন (৩৯) নামের দুইজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারাও ইপিজেড এলাকার পোশাক শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে আটটার দিকে ১২ নম্বর ঘাট থেকে ৩০-৩৫ যাত্রী নিয়ে পতেঙ্গার দিকে যাওয়ার পথে পাথরবোঝাই বার্জের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায় বলে শুনেছি।

“পরে যাত্রীদের উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ আছেন। আহতাবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।”

নিখোঁজ যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

কর্ণফুলী নদীর এই পথে অনেক কর্মী নৌকায় করে প্রতিদিনই ইপিজেড এলাকায় কাজ করতে আসেন।

সোমবার ভোরে নদীর মোহনার কাছে কক্সবাজারের কুতুবদিয়া যাওয়ার পথে ভোগ্যপণ্যবাহী একটি ট্রলার ডুবে তিনজন নিখোঁজ হন।