টিকার সাথে কোনো রাজনীতি নেই: আমীর খসরু

সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিয়ে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, টিকার সাথে কোনো রাজনীতি নেই, টিকা সবার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2021, 04:29 PM
Updated : 13 Feb 2021, 04:29 PM

শনিবার বেলা ১টার দিকে নগরীর সদরঘাটে অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ও তার স্ত্রী তাহেরা আলম।

টিকা নেওয়ার পর দুজনই সুস্থ ছিলেন বলে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী জানিয়েছেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু টিকা নেওয়ার কয়েক ঘণ্টা পর বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

টিকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভ্যাকসিনের সাথে কোনো রাজনীতি নেই। ভ্যাকসিন সবার। সে কারণে সস্ত্রীক টিকা নিয়েছি।”

তবে এখানেও আওয়ামী লীগ ‘ব্যবসা করেছে’ মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “সরকার মিডিয়া না করে সরাসরি ভ্যাকসিন কিনতে পারত। করদাতাদের টাকায় সরকার টিকা কিনেছে। কিন্তু কিনল মিডিয়ার মাধ্যমে।”

করোনাভাইরাস মহামারীর মধ্যেও বিভিন্ন ‘দুর্নীতি হচ্ছে’ অভিযোগ করে তিনি বলেন, “করদাতাদের টাকায় টিকা মিডিয়া হয়ে কেনা ঠিক করে নাই। ভ্যাকসিন নিয়েও তারা ব্যবসা করল।”