চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রোজার ঈদের পরে

করোনাভাইরাস মহামারীতে বিলম্বিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রোজার ঈদের পরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2021, 03:21 PM
Updated : 9 Feb 2021, 03:21 PM

মঙ্গলবার উপচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদুল ফিতর আগামী ১৩ বা ১৪ মে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হবে।”

মনিরুল হাসান বলেন, দুপুরে উপাচার্যের দপ্তরে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানেই মে মাসের তৃতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়।

“করোনার প্রকোপ না কমলেও সরাসরি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই হবে। গত বছরের মত এবারও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও বন্ধ রয়েছে।