টিকা পাচ্ছেন চট্টগ্রাম নগরীর দেড় লাখ বাসিন্দা

চট্টগ্রামে আসা করোনাভাইরাসের টিকার মধ্যে দেড় লাখেরও বেশি দেওয়া হবে নগরীর বাসিন্দাদের। বাকি টিকা জেলার ১৪ উপজেলার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2021, 04:48 PM
Updated : 1 Feb 2021, 04:48 PM

সারা দেশের মতো চট্টগ্রাম জেলাতেও আগামী ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

পরবর্তীতে নগরীর অন্যান্য কেন্দ্রেও করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানা গেছে। ঢাকা থেকে চট্টগ্রামে চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে।

সোমবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই সময়ে চট্টগ্রাম জেলার ১৪ উপজেলাতেও টিকাদান কর্মসূচি শুরু হবে। আগামী শুক্রবার থেকে টিকাগুলো উপজেলায় পাঠানো শুরু হবে। এজন্য উপজেলায নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

নগরীতে এক লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকিগুলো উপজেলাগুলোতে ভাগ করে দেওয়া হবে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব মতে, বাঁশখালী উপজেলায় ২৫ হাজার ৫৪১, আনোয়ারায় ১৫ হাজার ৫২৪, বোয়ালখালীতে ১৩ হাজার ৩৭২, পটিয়ায় ৩১ হাজার ৬৫১, চন্দনাইশে ১৩ হাজার ৯৬৫, ফটিকছড়িতে ৩১ হাজার ৫২৫, হাটহাজারীতে ২৫ হাজার ৮৭৬, লোহাগাড়ায় ১৬ হাজার ৭৭৬, রাঙ্গুনিয়ায় ২০ হাজার ৩১৭, রাউজানে ১৯ হাজার ৩৪৯, মিরসরাইয়ে ২৩ হাজার ৮৯৬, সন্দ্বীপে ১৬ হাজার ৬৯৭, সাতকানিয়ায় ২৩ হাজার ৬২, সীতাকুণ্ডে ২৩ হাজার ২৪৪ ডোজ টিকা পাঠানো হচ্ছে।

রোববার সকালে চট্টগ্রামে করোনাভাইরাসের টিকা এসে পৌঁছায়।