ইভিএম ভাংচুরে বিএনপির কাউন্সিলর প্রার্থী বালিসহ আসামি ২৪

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে ঢুকে ইভিএম চুরের ঘটনায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2021, 08:10 PM
Updated : 27 Jan 2021, 08:10 PM

এ ঘটনায় আগেই আটক ইসমাইল বালিকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ইসমাইল বালিকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দুপুরে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে বালির সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় কেন্দ্রের দুটি ইভিএম মেশিন ভাংচুর করা হয়।

এরপর বালিকে আটক করে পুলিশ। পরে ওই দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়।

মো. ইসমাইল বালি একাধিকবার এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত মেয়াদেও তিনি কাউন্সিলর ছিলেন।

এবার তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর। এছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত বিজয় কৃষ্ণ দাশ ও অনুপ বিশ্বাসও প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট শেষে মধ্যরাত ২টার সময়ও এই ওয়ার্ডের ফল ঘোষণা হয়নি।