সিসিসি ভোট: আওয়ামী লীগের বিদ্রোহী এক কাউন্সিলর প্রার্থী জয়ী
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2021 11:32 PM BdST Updated: 27 Jan 2021 11:32 PM BdST
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে তিনটি সাধারণ ও একটি সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ফল ঘোষণা করা হয়েছে ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে।
সাধারণ কাউন্সিলর পদের মধ্যে দুটিতে আওয়ামী লীগ সমর্থিত, একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের ফল ঘোষণা করছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
সেখানে রাত পৌনে ১১টার দিকে এই চারটি কাউন্সিলর পদের ফল ঘোষণা করা হয়।
৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসরারুল হক ৬ হাজার ৮৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৮৭ ভোট।
যু্বলীগের কোনো পদে না থাকলেও নগরীতে কিশোর অপরাধী চক্রের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এসরারুল হক নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন।
চান্দগাঁও, বহদ্দারহাট, কালুরঘাট, পাঁচলাইশ এলাকায় তার অনুসারীরা সক্রিয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ আছে।
২০১৯ সালের ৫ এপ্রিল চাঁদা চেয়ে না পেয়ে ফরিদের পাড়া এলাকায় আমজাদ হোসেন নামের এক ব্যক্তির পা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেওয়ার অভিযোগ রয়েছে এসরারুলের অনুসারীদের বিরুদ্ধে।
চট্টগ্রামে ‘চাঁদা না পেয়ে’ ড্রিল মেশিনে পা ফুটো করার অভিযোগ
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত আশরাফুল আলম ৬ হাজার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাসান লিটন পেয়েছেন ৭৩ ভোট।
৫ নম্বর মোহরা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ কাজী নুরুল আমিন ৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. আজম পেয়েছেন ২৮৩ ভোট।
সংরক্ষিত-২ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জোবাইরা নার্গিস খান ১৬ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী রোকেয়া বেগম পেয়েছেন ১০ হাজার ৭৮৯ ভোট।
-
চট্টগ্রামে কিশোরের ‘আত্মহত্যা’
-
কারাগারে বৈদ্যুতিক শক, বিষ প্রয়োগের অভিযোগে মামলা
-
ফুটপাতে প্রতিবন্ধীর সন্তান প্রসব, হাসপাতালে নিল পুলিশ
-
বাস হেলপারের কাজের আড়ালে ইয়াবা বিক্রি
-
যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
-
এইচ টি ইমামের মৃত্যুতে চট্টগ্রামের আ. লীগ নেতাদের শোক
-
ভোটের সংঘাত: অস্ত্রের হদিস মেলেনি, অস্ত্রধারীরাও লাপাত্তা
-
চট্টগ্রামে ৩ লাখ নিল কোভিড-১৯ টিকা
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি