চট্টগ্রামে গভীর রাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2021 01:32 PM BdST Updated: 25 Jan 2021 01:32 PM BdST
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গভীর রাতে গুলি ছোড়া হয়েছে।
রোববার গভীর রাতে নগরীর আলকারণ এলাকায় ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে।

কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিলেন, রাত ২টার দিকে ‘দুর্বৃত্তরা’ তার বাসার সামনে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে সে সময় তিনি বাসায় ছিলেন না।
“বাসা থেকে আমাকে বিষয়টি জানানোর পর আমি বাসায় যাই। পরে পুলিশ এসে কিছু খোসা উদ্ধার করেছে।”

ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে খবর পেয়েই কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা ও তিনি নিজে ঘটনাস্থলে যান।
“সালাউদ্দিনের বাসার সীমানা প্রাচীরের সামনে থেকে শটগানের চারটি এবং পিস্তলের তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।”
ওসি বলেন, “এটা নিয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন জনের সাথে কথা বলছি।”
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি সিটি কলেজের সাবেক ভিপি মো. সালাউদ্দিন প্রথমবারের মত কাউন্সিলর প্রার্থী হয়েছেন। নগরীর ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ তাকে সমর্থন দিয়েছে।
এ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান মুরাদ বিপ্লব। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
-
‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
-
পিসি রোড: এবার সময় বেঁধে দিলেন মেয়র রেজাউল
-
কর্ণফুলীতে পাওয়া মর্টার শেল উদ্ধারের পর ধ্বংস
-
চট্টগ্রামের লালদিয়ার চরে উচ্ছেদ শুরু
-
সিএমপিতে ৮ ডিসি বদলি
-
চট্টগ্রামে নিজের বাড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান খুন
-
সিসিসি মেয়রের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতের সাক্ষাৎ
-
আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর হলেন মাসুম
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল