ভোটের দিন মাঠ ছাড়ব না: শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন বলেছেন, তিনি পরিবেশ নিয়ে ‘উদ্বিগ্ন’, তবে শত প্রতিকূলতার মধ্যেও ভোটের দিন ‘মাঠ ছাড়বেন না’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2021, 06:22 AM
Updated : 25 Jan 2021, 06:22 AM

ভোটের প্রচারের শেষ দিন সোমবার চট্টগ্রামের নসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনে ‘বহিরাগত সন্ত্রাসীর আগমন ঘটছে’ অভিযোগ তুলে আওয়ামী লীগের প্রার্থীর দিকে ইঙ্গিত রেখে ডা. শাহাদাত বলেন, “তারা কখনও রাউজান, কখনও বান্দরবান, ফেনী ও নোয়াখালীর লোকদের সাথে বৈঠক করে। আর আমরা শুধু নগরীর ৪১টি ওয়ার্ডে মিটিং করেছি।”

আওয়ামী লীগ প্রার্থীর সাথে বৈঠকে রাউজানবাসী ‘প্রতি কেন্দ্রে কেন্দ্রে থাকার ঘোষণা’ দিয়েছে মন্তব্য করে শাহদাতের প্রশ্ন করেন- কীভাবে তারা এ ধরনের কথা বলে?

‘প্রশাসন ও পুলিশ মিলে’ এখন এটিকে ‘প্রহসনের’ নির্বাচনে পরিণত করার ‘চক্রান্ত করছে’ অভিযোগ করেই শাহাদাত বলেছেন, এজন্য সব পুলিশ কর্মকর্তা দায়ী নন, কিছু ‘অতি উৎসাহী’ পুলিশ কর্মকর্তা এ ‘পাঁয়তারা’ করছেন।

শত প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়ে বিএনপি নেতা শাহাদাত বলেন, “ডাক্তার শাহাদাত কাউকে ভয় করে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাঠে থাকব।”

২০১৫ সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে ‘কেন্দ্র দখল ও হামলার’ অভিযোগ তুলে ভোট বর্জন করেছিল বিএনপি।

ওই নির্বাচনে আ জ ম নাছির হাতি প্রতীকে পেয়েছিলেন চার লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। আর কমলালেবু প্রতীকে বিএনপি প্রার্থী মনজুর আলম পেয়েছিলেন তিন লাখ চার হাজার ৮৩৭ ভোট।

আগামী বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে দলীয় প্রতীকে, ততে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির শাহাদাত হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

অন্যদের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন।