চট্টগ্রামে যুবলীগ নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার মিছিলে যুবলীগের কেন্দ্রীয় নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2021, 05:58 PM
Updated : 24 Jan 2021, 05:58 PM

রোববার রাতে নগরীর ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে আবুল বাশার (৪১) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাকে ধরতে পুলিশ দুপুরে অভিযান শুরু করে। রাতে ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে রোববার দুপুরে ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় মিছিল বের করে চট্টগ্রাম মহানগর যুবলীগ।

সেখানে ব্যানার ধরা নিয়ে ধাক্কাধাক্কির মধ্যে যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়।

ঢাকায় রাজনীতি করা চট্টগ্রামের ছেলে আদিত্য নির্বাচনী প্রচারে যোগ দিতে বন্দরনগরীতে এসেছিলেন।

হামলার ঘটনা পুলিশ নিশ্চিত করলেও চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেছিলেন, মিছিলে লোক সমাগম বেশি থাকায় নালার পাশে হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়েছেন আদিত্য।