চট্টগ্রামে বিএনপির প্রার্থী শাহাদাতের নিরাপত্তায় পুলিশ মোতায়েন
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2021 08:38 PM BdST Updated: 24 Jan 2021 08:38 PM BdST
-
ফাইল ছবি
চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচারণার নিরাপত্তায় বিএনপি প্রার্থী শাহাদাত হোসনের সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোটের প্রচার শেষের আগের দিন রোববার থেকে বিএনপি প্রার্থীর নিরাপত্তায় এ পুলিশ মোতায়েন করা হয়।
শাহাদাত হোসেনের মিডিয়া সেলের সদস্য সচিব ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাধিকবার শাহাদাতের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন।
রোববার বিকাল থেকে শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বিভিন্ন সময়ে তার প্রচারণায় হামলার অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে।
“সেজন্য তার নিরাপত্তায় আজ (রোববার) থেকে চারজন পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত তার নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে।”
বিএনপি নেতাদের অভিযোগ, গত ৮ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বেশ কয়েক বার তাদের প্রার্থীর প্রচারণায় হামলা হয়েছে। বিষয়টি তারা নির্বাচন কমিশনকেও জানিয়েছেন।
তারা আরও বলেছেন, বাসাবাড়িতে গিয়ে তাদের কর্মীদের হয়রানি করছে পুলিশ।
সোমবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা।
-
বাঁশখালীর সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু
-
‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
-
করোনাভাইরাস: চট্টগ্রামে পুলিশের ’অক্সিজেন ব্যাংক’
-
বাজারের আড়তে বিপুল পরিমাণ সরকারি চাল, মালিক গ্রেপ্তার
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ান: বিত্তবানদের বললেন সুজন
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
সর্বাধিক পঠিত
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন