প্রবাসীকে আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬

সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরীতে এনে এক প্রবাসীকে আটকে টাকা দাবির অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 03:29 PM
Updated : 21 Jan 2021, 03:29 PM

বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের নির্মাণাধীন একটি ভবন থেকে এ প্রবাসীকে উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রবাসীর নাম মো. সাইফুল (৪০)। তিনি বাহরাইন প্রবাসী ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলায়।

এই ঘটনায় গ্রেপ্তার ছয় জন হলেন- সাইফুল করিম (২০), ছানাউল হক চৌধুরী (১৯),  মো. নাবিদ আরিয়ান (১৮), তানজিল মাহি (১৯), আব্দুল্লাহ আলবিদ সাঈম মুসফিক (১৮), মো. রাজীব (২৪)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইফুল করিম ফেইসবুকে প্রবাসী সাইফুলের সঙ্গে বন্ধুত্ব করেন। সকালে কৌশলে সাইফুলকে নগরীর আগ্রাবাদে ডেকে আনেন সাইফুল করিম।

“এসময় তাকে সিডিএ আবাসিক এলাকার ৬ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনে আটকে রেখে সাথে থাকা চার হাজার ২০০ টাকা নিয়ে রশি দিয়ে বেঁধে মারধর করে। পাশাপাশি তার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বাড়িতে ফোন করায়।”

ওসি মহসিন বলেন, সাইফুলের পরিবারের সদস্যরা মুক্তিপণের ফোন পেয়ে জরুরি সেবা ৯৯৯ ফোন করে বিষয়টি জানায়। ডবলমুরিং থানা পুলিশ বিষয়টি জানতে পেরে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালায়।

তিনি বলেন, “গ্রেপ্তার ছানাউল আগ্রাবাদ এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। আর সাইফুল করিম বিরুদ্ধে দুইটি ও আব্দুল্লাহ আলবিদের বিরুদ্ধে একটি করে মাদক মামলা আছে।”

অপহৃত সাইফুল বাদূ হয়ে গ্রেপ্তার ছয় জনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেছেন।