তারেক সোলেমানের বাড়িতে হানিফ-নওফেল

এরশাদবিরোধী আন্দোলনে চট্টগ্রামের অন্যতম নেতা তারেক সোলেমান সেলিমের বাসায় গিয়ে তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 04:22 PM
Updated : 20 Jan 2021, 04:22 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলকরণে আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিমের বাসায় যান মাহবুব-উল আলম হানিফ।

এসময় তিনি সেলিমের স্ত্রী, সন্তান ও ভাইদের সাথে কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ক্যান্সারে আক্রান্ত সেলিম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান।

সেলিমের বাসায় গিয়ে তার স্ত্রী হাসিনা খানম ও ভাই তারেক ইমতিয়াজ এবং সন্তানদের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন হানিফ।

পরে আলকরণ এলাকায় সেলিমের কবর জিয়ারত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগরের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, নগর কমিটির শিক্ষা সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, নগর বাইশ মহল্লা সর্দার মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

বেলা ২টার দিকে সেলিমের আলকরণের বাসায় যান চট্টগ্রাম-৯ আসনের সাংসদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসময় নওফেল বলেন, “তারেক সোলেমান সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে উনার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।”

এসময় তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম, দুই ভাই তারেক ইমতিয়াজ ও তারেক নোমান, ছেলে মুহামিন তারেক রাতুল, মেয়ে তাসনিন তারেক ও তাফানুর তারেকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ আলকরণ ওয়ার্ডের চারবারের কাউন্সিলর ছিলেন তারেক সোলেমান। তিনি সাংস্কৃতিক সংগঠকও ছিলেন।