চট্টগ্রামে ৩ ইট ভাটাকে ছয় লাখ টাকা জরিমানা

পরিবেশ ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2021, 04:10 PM
Updated : 18 Jan 2021, 04:10 PM

সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় অবস্থিত ইটভাটা তিনটিতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান।

এসময় পুটিবিলা এলাকার মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স মাওলানা ব্রিকস এবং মেসার্স এমআরবি ব্রিকসে অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশগত ছাড়পত্র ছাড়পত্র এবং জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকা ইটভাটা তিনটি অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছিল।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক ইট ভাটাকে দুই লাখ করে মোট ছয়লাখ টাকা জরিমানা করেন বলে জানান তিনি।