চট্টগ্রামে ভোটের সংঘাতে প্রাণহানি: আরেক আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2021 11:56 AM BdST Updated: 18 Jan 2021 11:56 AM BdST
-
গ্রেপ্তার দেলোয়ার রশিদ
চট্টগ্রামে নির্বাচনী সংঘাতে প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে রোববার দেলোয়ার রশিদ (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দেলোয়ার ওই হত্যা মামলার এজাহারের ১১ নম্বর আসামি। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
“রোববার গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার কাপসগোলা এলাকায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।”
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকরা গত ১২ জানুয়ারি রাতে মোগলটুলি মগ পুকুর পাড় এলাকায় সংঘর্ষে জড়ায়।
সে সময় আজগর আলী বাবুল (৫৫) নামে একজন গুলিতে নিহত হন, যিনি নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক ছিলেন।
ওই ঘটনায় বাবুলের ছেলে সেজান মাহমুদ সেতু বাদী হয়ে কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরসহ ১৩ জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ সেই মামলার তদন্ত করছে।
ঘটনার পরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদেরসহ অন্তত ২৫ জনকে আটক করে। পরে কাদেরসহ ১১ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যাদের মধ্যে ছয়জনের নাম রয়েছে মামলার এজাহারে।
২৮ নম্বর ওয়ার্ডের গতবারের কাউন্সিলর আব্দুল কাদের ওরফে মাছ কাদের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। এবার দল তাকে মনোনয়ন না দিয়ে বাহাদুরকে মনোনয়ন দেয়।
বাহাদুর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। কাদেরের আগে ২০০০ সাল থেকে ২০১৪ সাল নাগাদ এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি।
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ কর্মীর মামলায় চবি ছাত্র কারাগারে
-
চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসে বিপ্লবীদের স্মরণ
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন